হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এই হাদিসটি "ইরশাদুল-কুলুব" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
আল্লাহর রসূল (সা.) বলেছেন:
مَنْ آذَی مُؤْمِناً وَ لَوْ بِشَطْرِ کَلِمَةٍ جَاءَ یَوْمَ الْقِیَامَةِ مَکْتُوباً بَیْنَ عَیْنَیْهِ آیِسٌ مِنْ رَحْمَةِ اللَّهِ
যে ব্যক্তি একটি কথা দ্বারাও যদি কোনো মুমিনকে অত্যাচার করে, তাকে কিয়ামতের দিন এমনভাবে শাস্তি দেওয়া হবে যে, তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে, "সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত।"
(ইরশাদুল-কুলুব, খণ্ড ১, পৃষ্ঠা ৭৬)